Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

স্মার্ট পোস্টাল সার্ভিস পয়েন্ট

স্মার্ট পোস্টাল সার্ভিস পয়েন্ট  

ডেপুটি পোস্টমাস্টার জেনারেল চট্টগ্রাম বিভাগীয়  অফিসের প্রশাসনাধীন ০৪টি  উপ বিভাগের   মোট 9টি  উপজেলায়  সর্ব মোট 302 টি   ( প্রধান ডাকঘর-২ , টিএসও-৪৭, ইউপিও-৯, ইডিএসও-৯ ,ইডিবিও-২০০টি ) থাকলেও  শুধুমাত্র   বিভিন্ন  উপ ডাকঘর  এবং  শাখা  ডাকঘর  সমূহ নিয়ে  বর্তমানে ২৫৪ টি  পোস্ট  ই- সেন্টার (ডিজিটাল  পোস্ট অফিস) চালু অছে। অবশিষ্ট   ডিজিটাল  পোস্টঅফিস গুলোর  মধ্যে  টিএসওতে  মাত্র ৪৭টি অফিসের  মধ্যে  ০৪টি অফিসের নামে  বরাদ্দ  রয়েছে। এছাড়া  অন্যান্য   উপ-ডাকঘর  কিংবা  শাখা ডাকঘরের  ই -সেন্টার  গুলোতে  উদ্যেক্তা নিয়োগের কার্যক্রম  চলমান  রয়েছে। বর্তমানে  ডিজিটাল  পোস্টঅফিস  গুলো  থেকে  বিশেষ করে  প্রত্যন্ত  অঞ্চলের  জনসাধারণ  ডিজিটাল  ডাক সেবা  পেয়ে  উপকৃত  হচ্ছে । এছাড়াও  ডাক বিভাগ  পুরো চট্টগ্রামের  ই সেন্টার গুলোতে “ উদ্যেক্তা  নিয়োগের ” মাধ্যমে  গ্রামীন  যুব সমাজের  বেকারত্বের  হার ক্রমশঃ  লাঘব  করছেন  বলে  প্রতীয়মান  হয়। উল্লেখ্য  যে, বাংলাদেশ  ডাক বিভাগের  প্রশাসনাধীন  পোস্টাল  একাডেমী , রাজশাহী  কর্তৃক মূল্যায়নপুর্বক  সার্টিফিকেট  প্রদানের  মাধ্যমে গ্রামীন  জনপদের  যুব সমাজকে   কারিগরি  শিক্ষায়  শিক্ষিত  করার  লক্ষ্যে  ডিজিটাল  পোস্ট অফিসের  উদ্যেক্তারা  নিরলস পরিশ্রম  করে  যাচ্ছে।