Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
ajalskj
Details

চট্টগ্রাম  বিভাগীয়  প্রশাসনাধীণ  সকল  উদ্যেক্তাদের  দৃষ্টি   আকর্ষণপূর্বক  জানানো  যাচ্ছে  যে, ডাক অধিদপ্তর  কর্তৃক  প্রেরণকৃত  “গুগল ফরম ”যারা অধ্যাবদি  পূরন করেন নাই তারা আগামী ০৩ তিন দিনের মধ্যে পূরন করার জন্য  কঠোরভাবে  নির্দেশ দেয়া  যাচ্ছে।  গুগল  ফরম কিংবা   উদ্যেক্তাদের  স্বার্থ  সংশ্লিষ্ট   ব্যাংক  এশিয়ার “ মাদার  একাউন্ট”   ইত্যাদি  পূরণে  বিলম্ব  বা  গাফলতি  কিংবা  কোনো  তথ্য  আংশিক দেয়া  বা  কোনো  তথ্য  গোপন করার   কারণে  যে কোনো  জটিলতা  সৃস্টি হলে  ইহার  দায় দায়িত্ব  সম্পূর্ণ রুপে  “উদ্যোক্তা”র  উপর  বর্তাবে। বিষয়টি  একাধিক বার  উদ্যেক্তাদের  দৃষ্টি   আকর্ষন   করার  সত্বেও  কোনো  কোনো   উদ্যেক্তাবৃন্দ  ডাক  অধিদপ্তর  কিংবা  ব্যাংক  এশিয়া  কর্তৃপক্ষের  নির্ধারিত  ফরম/ মাদার  একাউন্ট  সম্পন্ন  করার  কাযক্রম  শেষ  করতে  না পারার  কারণে  চট্টগ্রাম  বিভাগীয়  অফিসের  ভাবমূর্তি  ক্ষুন্ন  হচ্ছে  যা  কোনো ভাবেই  মেনে  নেয়া  যায়না।  এমতাবস্থায়  জরুরী  ভিত্তিতে  উক্ত কার্যক্রমগুলো  জরুরী  ভিত্তিতে  সম্পন্ন  করতে  সংশ্লিষ্ট  উদ্যোক্তাদের  নির্দেশ  দেয়া  যাচ্ছে। বিঃ দ্রঃ  এবিষয়ে  প্রয়োজনে  জনাব  ছালেহীন  ফরহান , উদ্যোক্তা,  এয়াকুবদন্ডী  ডিজিটাল  পোস্টঅফিস, পটিয়া , চট্টগ্রাম এর মোবাইল :01854501421 নম্বরে  সহযোগিতা  নেয়া যেতে  পারে।

Images
Attachments
Publish Date
09/07/2020
Archieve Date
19/08/2020