Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
hkjahjhjh
Details

জরুরী বিজ্ঞপ্তিঃ- ডিপিএমজি, চট্টগ্রাম বিভাগ , চট্টগ্রাম মহোদয়ের প্রশাসনাধীন সকল ডিজিটাল পোস্ট অফিসের উদ্যেক্তাবৃন্দের দৃষ্টি আকর্ষণপুর্বক জানানো যাচ্ছে যে, আগামী 11,12,13 ই জুলাই/2020 খ্রি. তারিখ বাংলাদেশ ডাক বিভাগের মাননীয় ডিজি এবং ডাক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয় সকল উদ্যেক্তাদের সাথে “টেলিকনফারেন্স “ করার সিদ্ধান্ত নিয়েছেন। সকল ডিজিটাল পোস্টঅফিসের একজন পুরুষ উদ্যেক্তা ও একজন মহিলা উদ্যেক্তা স্মার্ট ফোন অথবা ল্যাপটপে Zoom নামক সফটওয়্যার ইন্সটল করে রাখার জন্য ডিপিএমজি মহোদয় আদেশক্রমে নিদের্শ প্রদান করেছেন। এমতাবস্থায় যেসব ডিজিটাল পোস্টঅফিসে মহিলা উদ্যেক্তা নেই। কিংবা যেখানে অধ্যাবধি কোনো উদ্যেক্তা নিযুক্ত হননি। যে সকল ডিপিওতে জরুরী ভিত্তিতে সংশ্লিষ্ট পরিদর্শকদের সহিত যোগাযোগ করে অনতিবিলম্বে উক্ত “ টেলি কনফারেন্সে ” যুক্ত হওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সকল উদ্যেক্তাকে অনুরোধ করা যাচ্ছে। বিস্তারিত জানতে মোহাম্মদ সাইফুল আলম, স্টেনো টু ডিপিএমজি, চট্টগ্রাম বিভাগ,চট্টগ্রাম-৪০০০ ফোন নম্বর :01715355171 যোগাযোগ করতে অনুরোধ করা হল। এছাড়া  জনাব  সালেহীন  ফরহাদ , উদ্যেক্তা,  এয়াকুব দন্ডী  ডিপিও  মোবাইল নম্বর 01854501421 যোগাযোগ করতে  অনুরোধ করা হল।

Attachments
Publish Date
05/07/2020
Archieve Date
05/08/2020