Wellcome to National Portal
Main Comtent Skiped

kajlkfjdskljkl

স্মার্ট পোস্টাল সার্ভিস পয়েন্ট  

ডেপুটি পোস্টমাস্টার জেনারেল চট্টগ্রাম বিভাগীয়  অফিসের প্রশাসনাধীন ০৪টি  উপ বিভাগের   মোট 9টি  উপজেলায়  সর্ব মোট 302 টি   ( প্রধান ডাকঘর-২ , টিএসও-৪৭, ইউপিও-৯, ইডিএসও-৯ ,ইডিবিও-২০০টি ) থাকলেও  শুধুমাত্র   বিভিন্ন  উপ ডাকঘর  এবং  শাখা  ডাকঘর  সমূহ নিয়ে  বর্তমানে ২৫৪ টি  পোস্ট  ই- সেন্টার (ডিজিটাল  পোস্ট অফিস) চালু অছে। অবশিষ্ট   ডিজিটাল  পোস্টঅফিস গুলোর  মধ্যে  টিএসওতে  মাত্র ৪৭টি অফিসের  মধ্যে  ০৪টি অফিসের নামে  বরাদ্দ  রয়েছে। এছাড়া  অন্যান্য   উপ-ডাকঘর  কিংবা  শাখা ডাকঘরের  ই -সেন্টার  গুলোতে  উদ্যেক্তা নিয়োগের কার্যক্রম  চলমান  রয়েছে। বর্তমানে  ডিজিটাল  পোস্টঅফিস  গুলো  থেকে  বিশেষ করে  প্রত্যন্ত  অঞ্চলের  জনসাধারণ  ডিজিটাল  ডাক সেবা  পেয়ে  উপকৃত  হচ্ছে । এছাড়াও  ডাক বিভাগ  পুরো চট্টগ্রামের  ই সেন্টার গুলোতে “ উদ্যেক্তা  নিয়োগের ” মাধ্যমে  গ্রামীন  যুব সমাজের  বেকারত্বের  হার ক্রমশঃ  লাঘব  করছেন  বলে  প্রতীয়মান  হয়। উল্লেখ্য  যে, বাংলাদেশ  ডাক বিভাগের  প্রশাসনাধীন  পোস্টাল  একাডেমী , রাজশাহী  কর্তৃক মূল্যায়নপুর্বক  সার্টিফিকেট  প্রদানের  মাধ্যমে গ্রামীন  জনপদের  যুব সমাজকে   কারিগরি  শিক্ষায়  শিক্ষিত  করার  লক্ষ্যে  ডিজিটাল  পোস্ট অফিসের  উদ্যেক্তারা  নিরলস পরিশ্রম  করে  যাচ্ছে।