ডেপুটি পোস্টমাস্টার-জেনারেলের কার্যালয়,
কোতোয়ালী, চট্টগ্রাম বিভাগ
চট্টগ্রাম-৪০০০
সুচনা ঃ ১৯১৮ সালে বৃহত্তম চট্টগ্রাম ও পাবর্ত্য চট্টগ্রাম জেলার ডাকঘর সমূহের প্রশাসনিক দায়িত্ব নিয়ে চট্টগ্রাম বিভাগের যাত্রা শুরু করা হয়। পরবতীতে ১৯৮৪ সালে বান্দরবান জেলা ও রাঙ্গামাটি জেলার ডাকঘর সমূহ নিয়ে পৃথক ইউনিট (বিভাগ) গঠিত হওয়ায় উক্ত ডাকঘর সমূহের দায়িত্বভার ডিপিএমজি, বান্দরবান বিভাগ এবং ডিপিএমজি রাঙ্গামাটি বিভাগে ন্যস্ত করা হয়। সবর্শেষ সেপ্টেম্বর -২০০১ খ্রিঃ সাল হতে রাঙ্গামাটি বিভাগ , বান্দরবান বিভাগের কিয়দংশের ডাকঘর সমূহ ও চট্টগ্রাম জিপিও এর ১টি প্রধান ডাকঘর , ৪৮টি টিএসও (টাউন সাব পোস্টঅফিস), ০৩টি ইডিবিও (এক্সট্রা ডিপার্মেন্টাল ব্রাঞ্জ অফিস) সহ সবর্সাকুল্যে ৩০৪টি অফিস নিয়ে পুনঃ গঠিত চট্টগ্রাম বিভাগের কাযর্ক্রম শুরু হয়। ফলে শহরাঞ্চল ও প্রত্যন্ত অঞ্চলের ডাকঘর মিলে চট্টগ্রাম বিভাগ এর ভূমিকায় এক নতুন মাত্রায় যোগ হয়।
অবস্থান ঃ চট্টগ্রাম জেলার উত্তরে করেরহাট উপ ডাকঘর, দক্ষিনে দোহাজারী উপ ডাকঘর, পূবে কানুনগোপাড়া উপ ডাকঘর এবং পশ্চিমে সন্দ্বীপ উপজেলা ডাকঘর পযর্ন্ত বিস্তীন এলাকা নিয়ে চট্টগ্রাম বিভাগ গঠিত।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS